Sunday, April 5, 2020

করোনভাইরাস ভ্যাকসিন কখন প্রস্তুত হবে?





করোনা ভাইরাস


প্রায় 35 টি সংস্থা এবং একাডেমিক প্রতিষ্ঠান এই ধরণের টিকা তৈরির জন্য দৌড়ঝাঁপ করছে, এর মধ্যে কমপক্ষে চারটি ইতিমধ্যে পরীক্ষার্থী রয়েছে যা তারা পশুপাখিতে পরীক্ষা করছিল। এর মধ্যে প্রথমটি - বোস্টন ভিত্তিক বায়োটেক ফার্ম মোদারনার উত্পাদিত - আসন্নভাবে মানব পরীক্ষায় প্রবেশ করবে।


মানব ট্রায়ালগুলি আসন্নভাবে শুরু হবে - তবে এগুলি ভাল হয়ে যায় এবং একটি নিরাময় পাওয়া গেলেও বিশ্ব টিকাদান সম্ভবপর হওয়ার আগে অনেক বাধা রয়েছে

Source : theguardian
https://www.theguardian.com/world/2020/apr/05/when-will-a-coronavirus-vaccine-be-ready





"বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনাভাইরাস জুনোটিক। অর্থাত্‍ এই ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি এই ভাইরাস সিফুড খাওয়ার ফলেই ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। এখন আক্রান্ত মানুষের থেকেও অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শ এলে বা তার সঙ্গে হাত মেলালেও করোনাভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে। করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণ হল জ্বর, শ্বাসকষ্ট, কাশি। অসুখ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনাভাইরাস মারক ব্যধি। ইতোমধ্যেই এই অসুখে প্রাণ হারিয়েছেন অনেকেই। চিনের উহান শহরেই প্রথম এই ভাইরাস ধরা পড়ে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়। অসুস্থ কারোর কাছাকাছি যাবেন না। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। নোংরা হাত চোখে-মুখ দেবেন না।"



"করোনা ভাইরোসের এখনো  কোনো প্রতিষেধক নেই, তাই প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঘরে থাকার মাধ্যমে এই ভাইরাস ব্যারিকেড দেওয়া সম্ভব হবে। আর এক্ষেত্রে কোনো দয়া দেখানোর সুযোগ নেই।"


Previous Post
Next Post

post written by:

0 comments: